ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি ছাড়ছেন সাংবাদিকরা। ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ সম্প্রতি সংবাদভিত্তিক টিভি চ্যানেলটি কিনে নিলে এর সাংবাদিক ও ব্যবস্থাপকদের অনেকেই চাকরি ছাড়তে শুরু করেন।
সর্বশেষ গত মঙ্গলবার এই তালিকায় নাম লেখান নিধি রাজদন। নিধি রাজদনের তিন দিন আগেই আরেক নারী সাংবাদিক শ্রীনিবাসন জৈন এনডিটিভি ছাড়ার ঘোষণা দেন।
এনডিটিভি ছাড়ার ব্যাপারে নিধি তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘২২ বছরের বেশি সময় পর এনডিটিভি ছাড়ার এটাই সময়। আসলে এই যাত্রাটি দারুণ এক রোলার কোস্টার রাইডের মতো। কিন্তু আপনাকে এটাও জানতে হবে ঠিক কখন আপনি নেমে পড়তে হবে। এতটা বছর ভালবাসা ও সমর্থন যুগিয়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ।’
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>After more than 22 years, it is time to move on from NDTV. It has been a wonderful, roller coaster ride but you have to know when to get off. The next couple of weeks are my last. Thank you for the love and support all these years.</p>— Nidhi Razdan (@Nidhi) <a href=”https://twitter.com/Nidhi/status/1620402632337805313?ref_src=twsrc%5Etfw”>January 31, 2023</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
আরও পড়ুন: কেশব দাদাসাহেব যাদবকে শ্রদ্ধা জানাল গুগল
২০২১ সালে এনডিটিভি ছাড়ার পর গত বছর আবার যোগ দেন নিধি রাজদন। এর আগে ছিলেন টানা ২১ বছর। ‘লেফট, রাইট অ্যান্ড সেন্টার: দ্য আইডিয়া অব ইন্ডিয়া’ নামে বই লিখেছেন নিধি। ভারতীয় সংবাদমাধ্যম গ্রাউন্ড রিপোর্ট ডটইন এ পর্যন্ত এনডিটিভি ছেড়ে যাওয়া সংবাদকর্মীদের একটি তালিকা প্রকাশ করেছে।
প্রানন রায়, সাবেক চেয়ারপারসন
রাধিকা রায়, সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর
সুপর্না সিং, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
কনলজিৎ সিং বেদি, সাবেক সিটিও, সিপিও এনডিটিভি
রাবিশ কুমার, সাবেক সিনিয়র এক্সিকিউভ এডিটর
নিধি রাজদন, সাবেক এক্সিকিউটিভ এডিটর
শ্রীনিবাসন জৈন, সাবেক গ্রুপ এডিটর
অরিজিৎ চ্যাটার্জি, সাবেক চীফ স্ট্র্যাটেজি অফিসার
অভিষেক শর্মা, সাবেক মুম্বাই ব্যুরো প্রধান
অরবিন্দ গুনাসেকার, সাবেক স্পেশাল করেসপন্ডেন্ট
অক্ষয় ডোংরে, করেসপন্ডেন্ট
গত বছরের ডিসেম্বরের এনডিটিভির মোট ৬৫ শতাংশ শেয়ার কিনে নেয় আদানি গ্রুপ। এরপরই প্রানন রায় ও রাধিকা রায় গত ২৯ নভেম্বর এনডিটিভির বোর্ড ছেড়ে যান। পরে আদানি গ্রুপের সিটিও সুদীপ্ত ভট্টাচার্য, আদানির এএমজি মিডিয়া নেটওয়ার্কের সিইও সাংবাদিক সঞ্জয় পুগালিয়া ও সাংবাদিক সেথিল সিন্নিয়াহ সেংগালভারিয়ান এনডিটিভির বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন।
আরও পড়ুন: ১০৪ বছর বয়সে পড়তে শিখেছেন যে নারী
অন্যদিকে সাংবাদিক রাবিশ কুমার এনডিটিভি ছেড়ে নিজেই ইউটিউবে সংবাদ চ্যানেল করে কাজ শুরু করেছেন। তার ইউটিউব চ্যানেল ‘রাবিশ কুমার অফিসিয়াল’-এ সাবস্ক্রাইবার সংখ্যা ৪৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।