(গাজা, ফিলিস্তিন) অবরুদ্ধ গাজা উপত্যকায় এক শক্তিশালী বিস্ফোরণে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের ছয় সদস্য নিহত হয়েছন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন। উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে শনিবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজার নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে, ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের সদস্যরা যখন ইহুদিবাদী ইসরাইলের নিক্ষিপ্ত একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করছিলেন তখন এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।২০১৪ সালের ৫৫ দিনব্যাপী যুদ্ধের সময় দখলদার ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল।
কয়েক সপ্তাহ ধরেই ফিলিস্তিনিরা ভূমি দিবস উপলক্ষ্যে র্যালি বের করছে। র্যালিকে ঘিরেও হয়েছে সহিংসতা। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করে আসছে। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। তাদের স্মরণে ওই বছর থেকেই ভূমি দিবস পালন করে আসছেন ফিলিস্তিনিরা।
এ বছর ওই দিনটি স্মরণে বিশাল বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত এই বিক্ষোভ চলবে। বিক্ষোভকারীদের হটাতে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লেও তার মধ্যেই বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনিরা। প্রতিরোধ আন্দোলনে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই সাংবাদিকসহ প্রাণ হারিয়েছন বেশ কয়েকজন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করেছে।ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা উপত্যকা জুড়ে যখন ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে তখন এ বিস্ফোরণের খবর পাওয়া গেল।