(বেইজিং, চীন) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে চীনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে চীন ভারত ত্যাগ করেন মোদি। এদিনই চীনের কিংদাও শহরে দুই দিন ব্যাপী ১৮ তম সাইহাই সম্মেলন শুরু হয়েছে। গত ছয় সপ্তাহের মধ্যে এটা মোদির দ্বিতীয় চীন সফর। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রনালয় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
এনডিটিভি জানায়, শনিবার দুপুরে কিনদাও পৌঁছান মোদি। এর কিছুক্ষণ পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে এ দুই নেতা কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। দ্য ইন্ডিয়ান টাইমস জানিয়েছে, গত মাসে চীনের উহানে অনুষ্ঠিত বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে কথা বলেন মোদি ও জিনপিং। এ সময় ব্রহ্মপুত্র নদের পানি সম্পদ সম্পর্কিত তথ্য ও বাসমতি বাদে অন্যান্য চাল রফতানি করার ব্যাপারে একমত হয়েছেন তারা। এছাড়া দুটি সমঝোতা স্মারক সই করেছেন তার।
গত বছর কাজাখস্তানে এসসিওর আস্তানা শীর্ষ সম্মেলনে সংস্থার পূর্ণ সদস্য হিসেবে অন্তুর্ভূক্ত করা হয় পাকিস্তান ও ভারতকে। সদস্য হওয়ার পর প্রথমবার এ সম্মেলনে যোগ দিল নয়াদিল্লি। এ সফরে মোদির সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এসইওর বর্তমান সদস্য ৮টি। এগুলো হচ্ছে, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া ও মধ্যএশিয়ার চার দেশে কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।