(জেলা প্রতিনিধি, নড়াইল) নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দুর্বৃত্তদের হামলায় নিহত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশের স্ত্রী নীনা ইয়াসমীনের বিরুদ্ধে লড়ছেন তিনজন প্রার্থী।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নীনা ইয়াসমীনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পলাশ হত্যা মামলার আসামি ওহিদুর রহমান এবং জাতীয় শ্রমিকলীগ লোহাগড়া উপজেলার সহ-সভাপতি সহিদুল আলম।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি করে ও কুপিয়ে হত্যা করার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর ১৫ মে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে ৮ এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সেলিম রেজা।
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নীনা ইয়াসমীন বলেন, জয়ী হলে আমি আমার স্বামীর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ন করব। এভাবে ইউনিয়নবাসীর সেবা তথা অসহায় মানুষের পাশে থাকতে চাই। এদিকে বিদ্রোহী প্রার্থী ওহিদুর রহমানের বড়ভাই সরদার আসাদুজ্জামান বলেন, আমার ছোটভাই ওহিদুর রহমানের বিরদ্ধে ষড়যন্ত্র করে পলাশ হত্যা মামলার আসামী করা হয়েছে। ভোটাররা আমার ভাইকে বিজয়ী করে এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানাবেন।