আল আমিন, ঢাকা: জনপ্রিয় শিশুতোষ লেখক মোহাম্মদ শাহ আলম। তার অসংখ্য বই ইতিমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে শিশুতোষ ‘কালো চক’। বইটি বাংলা ভাষাসহ এখন পর্যন্ত মোট নয়টি ভাষায় প্রকাশিত হয়েছে।
রুম টু রিড প্রকাশনী এই বইটি প্রকাশ করেছে। সম্পাদনা করেছেন সাইদুস সাকলাইন। আর ছবি এঁকেছেন এ এস এম তানভীর হাসান।একটি ছেলে কালো দেয়ালে সাদা চক দিয়ে ছবি আঁকছে। একসময় কালো দেয়াল শেষ হয়ে গেল। শুরু হলো সাদা দেয়াল। এখন দরকার কালো চক। যাতে সাদা দেয়ালের ছবিগুলো দেখা যায়। এবার কোথায় সে কালো চক পাবে? এভাবেই এগিয়ে গেছে কালো চকের গল্প।
মজার মজার বই লেখার পাশাপাশি শিশুদের শিক্ষা উন্নয়নের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনে কাজ করেছেন মোহাম্মদ শাহ আলম। এখন পর্যন্ত পনেরটিরও বেশি শিশুতোষ গল্পবই লিখেছেন তিনি। এর মধ্যে এক কাকের কাণ্ড, আঁকতে পারি, নানান রকম ছানা, ঝপাৎ ঝপ প্রভৃতি উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে এবং ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শাহ আলম।