(বেলুচিস্তান, পাকিস্তান) পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে কয়লা খনি ধসে অন্তত ২৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। শনিবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা জেলার মারওয়ার এলাকার এ দুর্ঘটনা ঘটে। এক কর্মকর্তার বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, খনির ধ্বংসস্তূপ থেকে ২৩ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের কোয়েটা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তা জাওয়ায়িদ শাহওয়ানি জানান, খনিতে জমে যাওয়া মিথেন গ্যাসের কারণে ওই বিস্ফোরণ হয় এবং ছাদ ধসে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। ওই খনির শ্রমিকদের অধিকাংশই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা বলে জানিয়েছে ডন। শাহওয়ানি জানান, ওই বিস্ফোরণের সময় খনির ভেতর ২৫ জন শ্রমিক ছিলেন। তবে ওই দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বলেন, আমরা মৃতদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু যেহেতু তারা অনেক গভীরে চাপা পড়েছে তাই তাদের মৃতদেহ বের করতে সময় লাগবে।
পাকিস্তানের খনিগুলো দুর্বল নিরাপত্তা ও বাতাস বের হওয়ার সুব্যবস্থা না থাকার কারণে কুখ্যাত। বিবিসি জানায়, বেলুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও খনিগুলোর নিরাপত্তা খুবই নিম্নমানের। ২০১১ সালে এ প্রদেশে আরেকটি খনিতে গ্যাস বিস্ফোরণে ৪০ জনের বেশি শ্রমিক নিহত হন।