পারভেজ মোশাররফ মারা গেছেন

লিড নিউজ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) ৭৯ বছর বয়সে তিনি মারা যান। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এ খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ মোশাররফ।

পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি অ্যামাইলয়েডসিস নামের এক বিরল রোগে ভুগছিলেন। আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন পারভেজ মোশাররফ।

পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। ১৯৯৮ সালে তিনি জেনারেল হন।

আরও পড়ুন: এনডিটিভি ছাড়ছেন সাংবাদিকরা

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা ও তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হটিয়ে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০০৮ সালে পদত্যাগে বাধ্য হন।

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ২০১৬ সালের মার্চে দেশ ছাড়েন পারভেজ মোশাররফ। তারপর আর তিনি দেশে ফেরেননি।

পারভেজ মোশাররফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ ও তিন বাহিনীর প্রধান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, পারভেজ মোশাররফের  শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। তার আত্মা শান্তি পাক। মিলিটারি মিডিয়া উইংও একই রকম শোকবার্তা দিয়েছে।

আরও পড়ুন: ইভা বি: বোরকা পরেই দুনিয়া কাঁপাচ্ছেন এই পাকিস্তানি র‌্যাপার

তবে তার মৃত্যুতে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি তার টুইটার প্রোফাইল পাল্টে ফেলেছেন। এতে যুক্ত করেছেন প্রয়াত নওয়াব আকবর বুগতি ও নিজের মা সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি।

সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারভেজ মোশাররফকে একজন মহৎ ব্যক্তি বলে অভিহিত করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, মোশাররফের আদর্শ ছিল সবসময় পাকিস্তান প্রথম নীতি।

সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত বছর জুনে তিন সপ্তাহের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছিল। ওই সময় পারভেজ মোশাররফের টুইটার আকাউন্টের মাধ্যমে তার পরিবার একটি টুইট করে।

তাতে বলা হয়, তিনি মারাত্মক জটিল অবস্থার মধ্যদিয়ে যাচ্ছেন। এই রোগ থেকে মুক্তি মেলা সম্ভব নয়। অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না। তার জন্য প্রার্থনা করুন।

আরও পড়ুন: ওআইসি সম্মেলন: জোর প্রস্তুতি পাকিস্তানের

২০১৮ সালে প্রথম তার অসুস্থতার বিষয়ে জানা যায়। তখন তিনি ঘোষণা দেন নিজের দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল)। জানা যায়, তিনি বিরল অ্যামিলয়ডোসিসে ভুগছেন।

দলটির পররাষ্ট্র বিষয়ক প্রেসিডেন্ট আফজাল সিদ্দিকী বলেছিলেন, সাবেক এই প্রেসিডেন্টের স্নায়ু ব্যবস্থা ক্রমশ দুর্বল হচ্ছে। ওই সময় তাকে লন্ডনে চিকিৎসা দেয়া হচ্ছিল। ২০০৭ সালের ৩রা নভেম্বর সংবিধান স্থগিত করার কারণে ২০১৪ সালের ৩০শে মার্চ অভিযুক্ত করা হয় পারভেজ  মোশাররফকে।

রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় তাকে ২০১৯ সালের ১৭ই ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেয় বিশেষ এক আদালত। চিকিৎসা নেয়ার কথা বলে তিনি ২০১৬ সালের মার্চে দেশ ছাড়েন। তারপর আর পাকিস্তানে ফেরেননি।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।