(মস্কো, রাশিয়া) আর মাত্র সপ্তাহ খানেক পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। ২০১৮ বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ হবে ৬৪টি। এগুলোর জন্য আয়োজক দেশ রাশিয়া বিভিন্ন শহরে মোট ১২টি স্টেডিয়াম প্রস্তুত করেছে। আয়তনে -আকারে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। ফলে কিছু ক্ষেত্রে একটি ভেন্যু থেকে আরেকটির দূরত্ব কপালে চোখ তোলার মত। যেমন বাল্টিক সাগরের উপকূলীয় শহর কালিনিনগ্রাদের স্টেডিয়াম থেকে দূরের উরাল পর্বতের লাগোয়া ইয়েকাতেরিনাবার্গ স্টেডিয়ামের দূরত্ব ৩ হাজার কিলোমিটার। সেন্ট পিটাসবার্গ থেকে ফিস্টের অলিম্পিক স্টেডিয়ামের দূরত্ব ২ হাজার ৪০০ কিলোমিটার।
সবচেয়ে বড় স্টেডিয়াম লুঝনিকির ধারণা ক্ষমতা ৮১ হাজার ৬ জন। মস্কোয় অবস্থিত স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়েছে চলতি বছরেই।১৪ই জুন এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ – রাশিয়া ও সৌদি আরবের মধ্যে। এর ৩১ দিন পর মস্কোর এই স্টেডিয়ামেই হবে ফাইনাল ম্যাচ।
লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
উদ্বোধন: ১৯৫৬ (তবে আগাপাশতলা সংস্কারের পর ২০১৮ সালে নতুন করে এটি চালু করা হয়েছে)
জলবায়ু: সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৮ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ।
টাইম জোন: জিএমটি (গ্রিনিচ মান সময়) + ৩ ঘণ্টা
অবস্থান: রাশিয়ার রাজধানী মস্কো দেশের পশ্চিমাঞ্চলে মস্কোভা নদীর তীরে। স্টেডিয়ামটি নদীর একটি বাঁকে একটি বিশাল পার্কের মাঝে, মস্কোর কেন্দ্র থেকে ছয় কি.মি. পশ্চিমে।
গ্রুপ ম্যাচ : রাশিয়া-সৌদি আরব (বৃহস্পতিবার, জুন ১৪, জিএমটি ১৫:০০), জার্মানি-মেক্সিকো (রোববার, জুন ১৭, জিএমটি ১৫:০০), পর্তুগাল-মরক্কো (বুধবার, জুন ২০, জিএমটি ১২:০০), ডেনমার্ক-ফ্রান্স (মঙ্গলবার, জুন ২৬, জিএমটি ১৪:০০)।
নক-আউট ম্যাচ: শেষ ১৬ – গ্রুপ বি জয়ী – গ্রুপ এ রানার আপ (রোববার, জুলাই ১, জিএমটি ১৪:০০), ২য় সেমি ফাইনাল (বুধবার, জুলাই ১১, জিএমটি ১৮:০০)
ফাইনাল (রোববার, জুলাই ১৫, জিএমটি ১৫:০০)
স্পার্টাক স্টেডিয়াম, মস্কো
ধারণক্ষমতা : ৪৩ হাজার ২৯৮
উদ্বোধন: ২০১৪
অবস্থান: মস্কোর উত্তর-পশ্চিম
গ্রুপ ম্যাচ: আর্জেন্টিনা-আইসল্যান্ড (শনিবার, জুন ১৬, জিএমটি ১৩:০০), পোল্যান্ড-সেনেগাল (মঙ্গলবার, জুন ১৯, জিএমটি ১৫:০০), বেলজিয়াম-তিউনিসিয়া (শনিবার, জুন ২৩, জিএমটি ১২:০০), সার্বিয়া-ব্রাজিল (বুধবার, জুন ২৭, জিএমটি ১৮:০০)।
নক-আউট ম্যাচ: শেষ ১৬ – গ্রুপ এইচ জয়ী – গ্রুপ জি রানার আপ (মঙ্গলবার, জুলাই ৩, জিএমটি ১৮:০০)
নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম, নিঝনি নোভগোরোদ
ধারণক্ষমতা: ৪৫ হাজার ৩৩১
উদ্বোধন: ২০১৮
মস্কো থেকে দূরত্ব: ২৬৫ মাইল
অবস্থান: নিজেগোরোদ ওব্লাস্ট অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র এই নিঝনি নোভগোরোদ শহরটি মস্কোর পূর্ব দিকে ভল্গা এবং ওকা নদীর মোহনায়।
গ্রুপ ম্যাচ : সুইডেন-দক্ষিণ কোরিয়া (সোমবার, জুন ১৮, জিএমটি ১২:০০), আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া (বৃহস্পতিবার, জুন ২১, জিএমটি ১৮:০০), ইংল্যান্ড-পানামা (রোববার, জুন ২৪, জিএমটি ১২:০০), সুইজারল্যান্ড-কোস্টারিকা (বুধবার, জুন ২৭, জিএমটি ১৮:০০)।
নক আউট ম্যাচ : শেষ ১৬ – গ্রুপ ডি জয়ী বনাম গ্রুপ সি রানার-আপ (রোববার, জুলাই ১, জিএমটি ১৮:০০), কোয়ার্টার-ফাইনাল ১ (শুক্রবার, জুলাই ৬, জিএমটি ১৪:০০)।
মোরদোভিয়া অ্যারেনা, সারানস্ক
ধারণক্ষমতা: ৪৪ হাজার ৪৪২
উদ্বোধন: ২০১৮
মস্কো থেকে দূরত্ব: ৪০০ মাইল
অবস্থান: মস্কোর দক্ষিণ-পূর্বে সারানস্ক শহরটি মোরদোভিয়া প্রজাতন্ত্রের রাজধানী শহর। শহরটি ভল্গা নদীর অববাহিকায় সারানস্ক এবং ইনসার নদীর মোহনায় অবস্থিত।
গ্রুপ ম্যাচ: পেরু-ডেনমার্ক (শনিবার, জুন ১৬, জিএমটি ১৬:০০), কলম্বিয়া-জাপান (মঙ্গলবার, জুন ১৯, জিএমটি ১২:০০), ইরান-পর্তুগাল (সোমবার, জুন ২৫, জিএমটি ১৮:০০), পানামা- তিউনিসিয়া (বৃহস্পতিবার, জুন ২৮, জিএমটি ১৮:০০)।
কাজান অ্যারেনা, কাজান
ধারণক্ষমতা: ৪৪ হাজার ৭৭৯
উদ্বোধন: ২০১৩
মস্কো থেকে দূরত্ব: ৫১০ মাইল
অবস্থান: তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী শহর কাজান মস্কোর পূর্বে । শহরটি ভল্গা এবং কাজানাকা নদীর মোহনায়।
গ্রুপ ম্যাচ: ফ্রান্স-অস্ট্রেলিয়া (শনিবার, জুন ১৬, জিএমটি ১০:০০), ইরান-স্পেন (বুধবার জুন ২০, জিএমটি ১৮:০০), পোল্যান্ড-কলম্বিয়া (রোববার, জুন ২৪, জিএমটি ১৮:০০), দক্ষিণ কোরিয়া-জার্মানি (বুধবার, জুন ২৭, জিএমটি ১৪:০০)।
নক-আউট ম্যাচ: শেষ ১৬ – গ্রুপ সি জয়ী বনাম গ্রুপ ডি রানার-আপ (শনিবার, জুন ৩০, জিএমটি ১৪:০০), কোয়ার্টার ফাইনাল ২ (শুক্রবার, জুলাই ৬, জিএমটি ১৮:০০)।
সামারা অ্যারেনা, সামারা
ধারণক্ষমতা: ৪৪ হাজার ৮০৭
উদ্বোধন: ২০১৮
মস্কো থেকে দূরত্ব: ৬৫৫ মাইল
অবস্থান: রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ইউরোপীয় অংশে ভল্গা নদীর পূর্ব তীরের শহর সামারা।
গ্রুপ ম্যাচ: কোস্টা রিকা-সার্বিয়া (রোববার জুন ১৭, জিএমটি ১২:০০), ডেনমার্ক-অস্ট্রেলিয়া (বৃহস্পতিবার, জুন ২১, জিএমটি ১২:০০), উরুগুয়ে-রাশিয়া (সোমবার, জুন ২৫, জিএমটি ১৪:০০), সেনেগাল-কলম্বিয়া (বৃহস্পতিবার, জুন ২৮, জিএমটি ১৪:০০)।
নক-আউট: শেষ ১৬ – গ্রুপ ই জয়ী বনাম গ্রুপ এফ রানার-আপ (সোমবার, জুলাই ২, জিএমটি ১৪:০০), কোয়ার্টার ফাইনাল ৪ (শনিবার, জুলাই ৭, জিএমটি ১৮:০০)
ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা, ইয়েকাতেরিনবার্গ
ধারণ-ক্ষমতা: ৩৫ হাজার ৬৯৬
উদ্বোধন: ১৯৫৩ (অস্থায়ী গ্যালারি এবং ছাদ তৈরি হয়েছে ২০১৮ সালে)
মস্কো থেকে দূরত্ব: ১ হাজার ৯০ মাইল
অবস্থান: উরাল পর্বতের পাদদেশে এই শহরটি রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর। ভৌগলিকভাবে ইয়েকাতেরিনবার্গ ইউরোপ এবং এশিয়ার সীমান্তরেখায়।
গ্রুপ ম্যাচ: মিশর-উরুগুয়ে (শুক্রবার, জুন ১৫, জিএমটি ১২:০০), ফ্রান্স-পেরু (বৃহস্পতিবার, জুন ২১, জিএমটি ১৫:০০), জাপান-সেনেগোল (রোববার, জুন ২৪, জিএমটি ১৫:০০), মেক্সিকো-সুইডেন (বুধবার, জুন ২৭, জিএমটি ১৪:০০)।
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ
ধারণক্ষমতা: ৬৮ হাজার ১৩৪
উদ্বোধন: ২০১৭
মস্কো থেকে দূরত্ব: ৪২৫ মাইল
অবস্থান: নেভা নদীর তরে বাল্টিক সাগর উপকূলের এই শহরটি বিশ্বকাপের সর্ব-উত্তরের ভেন্যু।
গ্রুপ ম্যাচ: মরক্কো-ইরান (শুক্রবার, জুন ১৫, জিএমটি ১৫:০০), রাশিয়া-মিশর (মঙ্গলবার, জুন ১৯, জিএমটি ১৮:০০), ব্রাজিল-কোস্টারিকা (শুক্রবার জুন ২২, জিএমটি ১২:০০), নাইজেরিয়া-আর্জেন্টিনা (মঙ্গলবার, জুন ২৬, জিএমটি ১৮:০০)।
নক-আউট: শেষ ১৬: গ্রুপ এফ জয়ী বনাম গ্রুপ ই রানার-আপ (মঙ্গলবার, জুলাই ৩, জিএমটি ১৪:০০), সেমি-ফাইনাল ১ (মঙ্গলবার, জুলাই ১০, জিএমটি ১৮:০০), তৃতীয় বনাম চতুর্থ প্লে-অফ (শনিবার, জুলাই ১৪, জিএমটি ১৪:০০)।
কালিনিনগ্রাদ স্টেডিয়াম, কালিনিনগ্রাদ
ধারণ-ক্ষমতা : ৩৫ হাজার ২১২
উদ্বোধন: ২০১৮
মস্কো থেকে দূরত্ব: ৭৭০ মাইল
অবস্থান: কালিনিনিগ্রাদ ওব্লাস্ট অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র এই শহরটি। অঞ্চলটি বাল্টিক সাগর তীরে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মাঝে একটি রুশ এলাকা।
গ্রুপ ম্যাচ: ক্রোয়েশিয়া-নাইজেরিয়া (শনিবার, জুন ১৬, জিএমটি ১৯:০০) সার্বিয়া-সুইজারল্যান্ড (শুক্রবার, জুন ২২, জিএমটি ১৮:০০). স্পেন-মরক্কো (সোমবার, জুন ২৫, জিএমটি ১৮:০০) ইংল্যান্ড-বেলজিয়াম (বৃহস্পতিবার, জুন ২৮, জিএমটি ১৮:০০)
ভলগোগ্রাদ অ্যারেনা, ভলগোগ্রাদ
ধারণ-ক্ষমতা: ৪৫ হাজার ৫৬৮
উদ্বোধন: ২০১৮
মস্কো থেকে দূরত্ব: ৫৮৫ মাইল
অবস্থান: ভল্গা নদীর পাড়ে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের এই শহরটি পূর্বের নাম স্টালিনগ্রাদ।
গ্রুপ ম্যাচ: তিউনিসিয়া-ইংল্যান্ড (সোমবার, জুন ১৮, জিএমটি ১৮:০০), নাইজেরিয়া-আইসল্যান্ড (শুক্রবার, জুন ২২, জিএমটি ১৫:০০), সৌদি আরব-মিশর (সোমবার, জুন ২৫, জিএমটি ১৪:০০), জাপান-পোল্যান্ড (বৃহস্পতিবার, জুন ২৮, জিএমটি ১৪:০০)
রোস্তভ অ্যারেনা, রোস্তভ-অন-ডন
ধারণ-ক্ষমতা: ৪৫ হাজার ১৪৫
উদ্বোধন: ২০১৮
মস্কো থেকে দূরত্ব: ৬৯০ মাইল
অবস্থান: মস্কোর দক্ষিণে ডন নদীর তীরে এই শহরটি আজভ সাগর থেকে মাত্র ২০ মাইল দূরে।
গ্রুপ ম্যাচ: ব্রাজিল-সুইজারল্যান্ড (রোববার, জুন ১৭, জিএমটি ১৮:০০), উরুগুয়ে-সৌদি আরব (বুধবার, জুন ২০, জিএমটি ১৫:০০), দক্ষিণ কোরিয়া-মেক্সিকো (শনিবার, জুন ২৩, জিএমটি ১৫:০০), আইসল্যান্ড-ক্রোয়েশিয়া (মঙ্গলবার, জুন ২৬, জিএমটি ১৮:০০)
নক আউট: শেষ ১৬ – গ্রুপ জি জয়ী বনাম গ্রুপ এইচ রানার-আপ (সোমবার, জুলাই ২, জিএমটি ১৮:০০)।
ফিশ্ট স্টেডিয়াম, সোচি
ধারণ-ক্ষমতা: ৪৭ হাজার ৭০০
উদ্বোধন: ২০১৩
মস্কো থেকে দূরত্ব: ১,০৪০ মাইল
অবস্থান: কৃষ্ণ সাগরের তীরে ১৪০ কি.মি. দীর্ঘ এই শহরটি ইউরোপের দীর্ঘতম শহর। শহরের অন্যদিকে ককেসাস পর্বতমালা।
গ্রুপ ম্যাচ: পর্তুগাল-স্পেন (শুক্রবার, জুন ১৫, জিএমটি ১৮:০০), বেলজিয়াম-পানামা (সোমবার, জুন ১৮, জিএমটি ১৫:০০), জার্মানি-সুইডেন (শনিবার, জুন ২৩, জিএমটি ১৮:০০), অস্ট্রেলিয়া-পেরু (মঙ্গলবার, জুন ২৬, জিএমটি ১৪:০০)
নক-আউট: শেষ ১৬- গ্রুপ এ জয়ী বনাম গ্রুপ বি রানার-আপ) (শনিবার, জুন ৩০, জিএমটি ১৮:০০), কোয়ার্টার ফাইনাল ৩ (শনিবার, জুলাই ৭, জিএমটি ১৪:০০)