(কুয়ালালামপুর, মালয়েশিয়া) শেষ সময়ে এসে জমে উঠেছে মালেশিয়ার জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটারদের কাছে প্রত্যন্ত অঞ্চলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সমর্থকরা। অন্যদিকে শহরের ভোটাররা বলছেন, আধুনিক মালেশিয়ার রূপকার এবং বিরোধী দলের নেতা মাহাথির মোহাম্মাদকেই আগামী দিনে প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, গ্রামীন জনপদ ভোটে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে।
এরই মধ্যে নির্বাচনে কাকে বেছে নেবেন তা নিয়ে ভোটারদের মধ্যে দেখা কয়েক ধরনের বিভাজন। দেশটির ‘পাঙ্গা’ প্রদেশের জেলেদের মতে, ক্ষমতাসীন দল ‘বারিসান ন্যাশনাল জোট’-এর প্রার্থী প্রধানমন্ত্রী নাজিব রাজাকই প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাদের মতে, ৬০ বছর বয়সী রাজাক প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়েনে দীর্ঘ দিন কাজ করে যাচ্ছেন। আগমী দিনেও তার মতো নেতৃত্ব দেশের প্রয়োজন বলেও মনে করে তারা।
প্রত্যন্ত এ অঞ্চলের মানুষেরা বলেন, ‘আমরা নাজিবের আদর্শে বিশ্বাসী। আমরা দেখেছি তিনি জেলেদের জীবন মান কিভাবে বদলে দিয়েছেন। এ অঞ্চলের মানুষদের জন্য অনেক ভর্তুকি দিয়েছেন তিনি। আমরা তাকেই স্বাগত জানাবো।’ তারা আরও বলেন, ‘এ অঞ্চলের মানুষ এখন হজ্জ্বে যেতে পারছে। বর্তমান প্রধানমন্ত্রী, প্রতি বছর এখানকার জনগণের জন্য বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়ে থাকেন। তাই আমার সন্দেহ নেই, নাজিব-এর দিকেই ভোট বেশি পড়বে।’
অন্যদিকে নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, শহরাঞ্চলের নিম্ন আয়ের মানুষদের ভাবনা আধুনিক মালেশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ঘিরে। তাদের মতে, বর্তমান সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল আত্মসাতসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে, তাই এখন দেশে নতুন সরকার প্রয়োজন। নিম্ন আয়ের মানুষেরা বলেন, ‘ড. মাহাথির মালেশিয়ার ইতিহাসে একজন স্বচ্ছ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী, এই আধুনিক শহরের কারিগর। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে তেমন কাজ করছে না। মালেশিয়ার এখন নতুন নেতৃত্ব প্রয়োজন।’
এদিকে বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন দলকে তাদের আধিপত্য টিকিয়ে রাখতে হলে, গ্রাম অঞ্চলের আসন ধরে রাখার দিকে তাদের মনোযোগী হতে হবে। মালয়েশিয়ার রাজনৈতিক বিশ্লেষক রাশহাদ আলী বলেন, ‘নগর অঞ্চলের মানুষের ভোট পাওয়া যতটা না সহজ হবে, তার থেকে গ্রাম অঞ্চলের মানুষদের ভোট পাওয়া আরও বেশি কঠিন হবে। সুতরাং নির্বাচনে যেই জয়ী হোক না কেন, তার জন্য প্রত্যন্ত অঞ্চলের ভোট ধরে রাখাটা জরুরি বিষয়। নয়তো নির্বাচনে জয়ী হওয়া কঠিন হবে।’
রবিবার নির্বাচনী প্রচারণায় জনসাধারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী মাহাথির বলেন, জয় তাদের নিশ্চিত। প্রতিপক্ষ ক্ষমতাসীন দলীয় প্রার্থীর চেয়ে ১০ থেকে ২০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিরোধী দলীয় প্রধান। মালয়েশিয়ার নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিষ্ঠান মারদেকা সেন্টারও এ কথার প্রতিধ্বনী করছে। প্রতিষ্ঠানটির মতে, জনপ্রিয়তার ভোট জরিপে ৪৩ দশমিক ৩ শতাংশ পেয়েছে মাহাথিরের পাকাতান হারাপান জোট। অন্যদিকে ৪০ দশমিক ৩ শতাংশ ভোটে দ্বিতীয় স্থানে নাজিবের বারিসান ন্যাশনাল।
মাহাথির মোহাম্মদ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারই সাবেক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের নেতা বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে। রাশহাদ আলী বলেন, ‘মাহাথির মোহাম্মদের বাঁধভাঙা জনপ্রিয়তা যদি ভোটে পরিণত হয়, তাহলে নাজিবের বারিসান ন্যাশনাল জোটের জন্য উদ্বেগের কারণ হবে তাতে কোনো সন্দেহ নেই’।