২০২০ সালের মধ্যে ১ লাখ ২৩ হাজার গ্রামে ইন্টারনেট সেবা দেবে চীন

চীন

(বেইজিং, চীন) ২০২০ সালের মধ্যে ১ লাখ ২৩ হাজার গ্রামে ইন্টারনেট সেবা পৌছেঁ দেবে চীন। আগামী তিন বছরের মধ্যে দেশটির প্রত্যন্ত অঞ্চলের সব দরিদ্র গ্রামকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। শহর ও গ্রামের মধ্যে যে পার্থক্য রয়েছে কমিয়ে আনার লক্ষ্যে এমন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, প্রান্তিক অঞ্চল আর শহরাঞ্চলের মধ্যে থাকা ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্যে চেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর প্রকাশিত পরিকল্পনা প্রতিবেদন মতে, চীনে নিবন্ধিত দরিদ্র গ্রামের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০০। এগুলোর ৯৮ শতাংশেরও বেশি এলাকায় ২০২০ সালের মধ্যে ইন্টারনেট সেবা পোঁছে দেয়া হবে।

সিনহুয়া নিউজ জানায়, ব্রডব্যান্ড আর ৪জি ডাটা নেটওয়ার্ক গ্রামগুলোতে এ দুই ধরনের ইন্টারনেট সেবা দিতেই কাজ করবে মন্ত্রণালয়। সেইসঙ্গে কম খরচে মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিতে এই এলাকাগুলোতে বিশেষ ছাড় দিতে টেলিকম অপারেটরদের উৎসাহ দেবে তারা। মোবাইল ফোন নির্মাতাদেরকে সাশ্রয়ী ও সহজে ব্যবহারযোগ্য স্মার্টফোন বানানোর আহ্বানও জানাবে এই মন্ত্রণালয়।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত হিসাবে চীনে ১০৮ কোটি ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারী রয়েছে। আর দেশের তিন বড় টেলিযোগাযোগ অপারেটর চায়না টেলিকম, চায়না ইউনিকম আর চায়না মোবাইল-এর ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা ৩৬ কোটি ৬০ লাখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।